প্রয়াত টেকনো ইন্ডিয়া গ্রুপের কো চেয়ারপার্সন মৌ রায়চৌধুরী। মঙ্গলবার সকালে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৌ ছিলেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির গভর্নিং বডির সদস্যও। পাশাপাশি আজকাল দৈনিকের ডিরেক্টরও ছিলেন তিনি। বয়স হয়েছিল ৫৩ বছর।
এদিন মৌ রায়চৌধুরীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘বাংলার অগ্রগণ্য শিল্পোদ্যোগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মৌ রায়চৌধুরীর প্রয়াণে অকস্মাৎ শূন্যতা সৃষ্টি হল। আমি ওঁর স্বামী সত্যম, ছেলে দেবদূত ও সমগ্র পরিবার এবং যে গ্রুপকে তিনি নেতৃত্ব দিতেন সেখানকার সকলের প্রতি আমি আমার আন্তরিক সমবেদনা জানাই।’ মৌ রায়চৌধুরী সাহিত্যচর্চা করতেন। তাঁর কবিতার অনেকেই প্রশংসা করেছেন। গানও গাইতেন তিনি।