রিফ্লেক্স বাড়াতে টিম ইন্ডিয়ার বিশেষ অনুশীলন

ওভাল অতীত। তবে হারের যন্ত্রণা নয়। টানা দু-বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। দু-বারই হার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পর্ব শুরু হয়ে গিয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় ক্রিকেট দলের নতুন পর্ব শুরু হচ্ছে ক্যারিবিয়ানে। হাতে আর মাত্র দু-দিন। বৃহস্পতিবার ডমিনিকায় প্রথম টেস্ট। প্রস্তুতি চলছে জোরকদমে। অতীত ভুলে নতুন সিরিজেই নজর ভারতের। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল খুব ভালো জায়গায় নেই। দু-ম্যাচের টেস্ট সিরিজে কিছুটা হলেও যেন এগিয়ে নামছে ভারত। তবে বিশেষ নজর থাকবে তরুণদের পারফরম্যান্সে। ওয়েস্ট ইন্ডিজ সফরে এ বার একঝাঁক তরুণ ক্রিকেটারকে স্কোয়াডে রাখা হয়েছে। যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়দের সামনে টেস্টের দরজা খুলে যেতে পারে। তরুণদের পাশাপাশি নজর থাকবে ফ্যাব-ফোরের অন্যতম অংশ বিরাট কোহলির দিকে। বিশ্ব টেস্ট চ্যম্পিয়নশিপ ফাইনালে সেট হলেও কার্যকরী ইনিংস আসেনি। বাকি সিনিয়রদের মতো বিরাটের কাছে এই সিরিজ পরীক্ষার। রানে ফিরতে পারলে আত্মবিশ্বাস বাড়বে। মাঠের বাইরে তাঁকে নিয়ে আগ্রহ তুঙ্গে। ওয়েস্ট ইন্ডিজের তরুণ ক্রিকেটাররা সুযোগ পেলে বিরাটের পরামর্শ নিচ্ছেন। অটোগ্রাফের জন্যও অনুরোধ করছেন। তা মেটাচ্ছেনও বিরাট। ব্যাটার বিরাট কেমন পারফর্ম করেন সে দিকেই বাড়তি আগ্রহ। ভারতীয় দলে অন্যতম সেরা ফিল্ডার বিরাট কোহলি। সঙ্গে রয়েছেন রবীন্দ্র জাডেজাও। টিম হিসেবে পারফর্ম করতে হলে বাকিদের উন্নতি করতে হবে। কিপিং হোক বা স্লিপ ক্যাচিং দু-বিষয়েই চাপে ভারত। ঋষভ পন্থ না থাকায় কিপিংয়ে খেলানো হচ্ছে শ্রীকার ভরতকে। এই সিরিজে ঈশান কিষাণেরও টেস্ট অভিষেক হতে পারে। ফিল্ডিংয়ে রিফ্লেক্স বাড়াতেই টিম ইন্ডিয়া বিশেষ অনুশীলন সাড়ল। আর এতে নজর কাড়লেন বিরাট কোহলিই। ভিডিয়োতেই তা পরিষ্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − one =