একদিনের সিরিজ খেলতে ধাওয়ানের নেতৃত্বে ত্রিনিদাদ পৌঁছাল টিম ইন্ডিয়া

ইংল্যান্ড এখন অতীত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেট খেলবে টিম ইন্ডিয়া। আগামী ২২ জুলাই থেকে শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজে বিশ্রাম নিয়েছেন রোহিত শর্মা। তাঁর বদলে ক্যাপ্টেনসির ব্যাটন উঠেছে তাঁর ওপেনিং পার্টনার শিখর ধাওয়ানের হাতে। নিকোলস পুরানদের বিরুদ্ধে খেলতে ত্রিনিদাদে চলে এল টিম ইন্ডিয়া। ধাওয়ানদের ভিডিয়ো পোস্ট করে সেই বার্তা জানিয়ে দিল বিসিসিআই।
রোহিত ফিরবেন কুড়ি ওভারের ফরম্যাটে। অন্যদিকে বিরাট কোহলি ফের বিশ্রাম নিয়েছেন। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোনও ফরম্যাটেই খেলবেন না। ওয়ানডে-তে নেই হার্দিক পাণ্ডিয়া ও ঋষভ পন্থও। ওয়েস্ট ইন্ডিজে নেই ভারতের দুই পেস তারকা-মহম্মদ শামি ও জসপ্রীত বুমরা।


তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচের সূচি ও ভেন্যু:
প্রথম ওয়ানডে, ২২ জুলাই (শুক্রবার): কুইন্স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন, ত্রিনিদাদ
দ্বিতীয় ওয়ানডে, ২৪ জুলাই (রবিবার): কুইন্স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন, ত্রিনিদাদ
তৃতীয় ওয়ানডে, ২৭ জুলাই (বুধবার): কুইন্স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন, ত্রিনিদাদ

ভারতের ওয়ানডে দল: শিখর ধাওয়ান(অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, সূর্যকুমার যাদব,শ্রেয়স আইয়ার, দীপক হুডা, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ঈশান কিশান, সঞ্জু স্যামসন, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ ও অর্শদীপ সিং
ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল: নিকোলস পুরান(অধিনায়ক), শামারা ব্রুকস, ব্র্যান্ডন কিং, রোভম্যান পাওয়েল, কিসি কার্টি, কাইল মায়ার্স, জেসন হোল্ডার, গুডাকেশ মোতি, কেমো পল, শেই হোপ, আকিল হোসেইন, আলজারি জোসেফ, জয়ডেন সিলস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + twenty =