বান্ধবী জয়া ভরদ্বাজকে বিয়ে করলেন দীপক চাহার, নিমন্ত্রিত হয়েও এলেন না কোহলিরা

ভারতের পেস বোলার দীপক চাহার বুধবার বান্ধবী জয়া ভরদ্বাজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। দীপক ও জয়ার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাহুল চাহার। এরপর থেকেই ক্রিকেট অনুরাগীরা নবদম্পতির ছবি শেয়ার করে শুভেচ্ছা জানাচ্ছে। আগ্রার ফাইভ স্টার হোটেল ‘জেপি প্যালেস’ -এ বাগদত্তা জয়া ভরদ্বাজের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন দীপক। বিয়ের সময় দুজনেই একে অপরকে পুষ্পস্তবক অর্পণ করেন।

বর দীপক ঘোড়ায় বসে ব্যান্ড-বরযাত্রী নিয়ে হোটেলে পৌঁছায়। পরনে ছিল সাদা শেরওয়ানি এবং পাগড়ি। দীপকের ভাই ভারতের লেগ স্পিনার রাহুল চাহার ও বোন মালতী চাহার হোটেল জেপি প্যালেসে বরযাত্রী নিয়ে নাচতে নাচতে ঢুকলেন। রাহুল চাহার ও বোন মালতি চাহারের নাচের ছবিও ভাইরাল হয়েছে। দীপকের বাবা লোকেন্দ্র সিং চাহার, কাকাও দেশরাজ চাহার উপস্থিত ছিলেন।

হোটেলে রাজকীয় ভোজের আয়োজন করা হয়েছিল। মেনুতে হাথরাসের বিখ্যাত রাবড়ি, আগ্রার চাট, আওধী, মুঘলাই এবং দক্ষিণ ভারতীয় খাবারের পাশাপাশি ইতালীয় এবং থাই খাবারের আইটেমও ছিল। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় একটি সঙ্গীত অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। যার কয়েকটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন রাহুল চাহার। উল্লেখ্য, দিল্লিতে জয়ার বাড়ি। অনেক ভারতীয় ক্রিকেটারই দীপক চাহারের বিয়েতে অংশ নেওয়ার কথা ছিল। অতিথি তালিকায় বিরাট কোহলির নামও ছিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − three =