অনুশীলন ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ রোহিত, ভারতের জয়ের নায়ক সূর্যকুমার-অর্শদীপ

বিশ্বকাপের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ পাকিস্তান। কিন্তু তার আগে ওয়ার্ম আপ ম্যাচে নজর কাড়তে ব্য়র্থ ভারত অধিনায়ক রোহিত শর্মা। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে টিম ইন্ডিয়া ১৩ রানে জিতলেও আপাতত চিন্তায় রাখল টপ অর্ডারের খারাপ ফর্ম।

সোমবার পারথে প্রথমে ব্যাট করে মাত্র ৩ রানেই আউট হয়ে যান ভারতীয় দলের হিটম্যান। এদিনের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল বিরাট কোহলিকে। ফলে তিনি কতখানি তৈরি, তা দেখার জন্য আরও খানিকটা অপেক্ষা করতে হবে। এদিন ওপেনার হিসেবে খেলানো হয় ঋষভ পন্থকে। তবে ৯ রান করেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। তিন নম্বরে নামেন দীপক হুডা। তাঁর ব্যাট থেকে আসে ২২ রান। তবে দলকে ভাল জায়গায় পৌঁছে দেয় মিডল অর্ডার তারকা সূর্যকুমার যাদবের ব্যাট। ৫২ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। স্লথ গতিতে শুরু হওয়া ইনিংস অবশ্য পালে হাওয়া পায় হার্দিক পাণ্ডিয়ার হাত ধরে। ২৭ রান করেন তিনি। আবার দুর্দান্ত একটি ক্যাচও ধরেন ভারতীয় অলরাউন্ডার। যদিও সেটি নো বল ছিল।

এদিকে আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে টি-২০ বিশ্বকাপে দলে সুযোগ পাওয়া দীনেশ কার্তিককে অবশ্য সেরা ফর্মে দেখা গেল না। ১৯ রানে অপরাজিত থাকেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ রান তোলে ভারত। তবে ভারতীয় বোলারদের দাপটে জয় পেতে খুব একটা সমস্যা হয়নি ভারতীয় দলের।

আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলের পেস বিভাগ নিয়ে বিগত কয়েকদিন ধরেই চর্চা চলছে। চোটের জন্য জশপ্রীত বুমরাহ ও দীপক চাহার ছিটকে যাওয়া থেকে প্রথমে শামিকে দলে না রাখা- নানা আলোচনাই চলছে ক্রিকেট মহলে। এহেন আবহেই প্র্যাকটিস ম্যাচে নজর কাড়লেন অর্শদীপ সিং। একাই তুলে নেন তিনটি উইকেট। দুটি করে উইকেট পান ভুবনেশ্বর কুমার এবং যুজবেন্দ্র চাহাল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =