স্কুলে ঢুকতে শিক্ষককে প্রাণনাশের হুমকি, স্কুলের পরিচালন কমিটিকে তলব আদালতের

স্কুলে ঢুকতে প্রাণনাশের হুমকি শিক্ষককে। তৃণমূল নেতার বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ বীরভূমের মহম্মদবাজারের তেঁতুলবেড়িয়া জুনিয়র হাইস্কুলে ইতিহাসের শিক্ষক হিসেবে যোগ দেন সৌমেন্দ্রনাথ মিয়ার। এই মামলায় এবার স্কুল কর্তৃপক্ষকে তলব করল কলকাতা হাইকোর্ট। স্কুলের পরিচালন কমিটির সেক্রেটারির হাজিরা নিশ্চিত করতে বীরভূমের পুলিশ সুপারকে নির্দেশও দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালত সূত্রে খবর, আগামী ৮ মে হাজিরা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। প্রসঙ্গত, এই অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠিও দেন ওই শিক্ষক।
এদিকে সূত্রে খবর, ২০১১ সালে বীরভূমের মহম্মদবাজারের তেঁতুলবেড়িয়া জুনিয়র হাইস্কুলে ইতিহাসের শিক্ষক হিসেবে যোগ দেন সৌমেন্দ্রনাথ মিয়া। পরে তিনি ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা টিচার-ইনচার্জ হন। ওই শিক্ষকের অভিযোগ, ২০১৬ সাল নাগাদ স্থানীয় তৃণমূল নেতা ও স্কুলের ম্যানেজিং কমিটির স্বঘোষিত সভাপতি রাজারাম ঘোষ এবং একজন রেশন ডিলার গিয়াসউদ্দিন বিদ্যালয়ের জমিতে অবৈধ নির্মাণের চেষ্টা করেন। সম্মতি না দেওয়ায় শুরু হয় গণ্ডগোল। এরপরই দেওয়া হয় প্রাণনাশের হুমকিও। শিক্ষক সৌমেন্দ্রনাথ মিয়ার দাবি, গুলি করে মারার হুমকি দেওয়া হয়েছিল। এরপর ২০১৯ সালে আদালতের দ্বারস্থ হন ওই শিক্ষক। সঙ্গে তিনি এও দাবি করেন, ২০১৭ সালের দুর্গাপুজোর পর থেকে আর স্কুলে ঢুকতে পারছেন না তিনি। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাস থেকে বেতন বন্ধ করে দেওয়া হয় বলেও মামলায় দাবি করেছেন। পুলিশে অভিযোগ জানিয়েও নাকি কোনও ফল হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 4 =