শিক্ষক নিয়োগ দুর্নীতি : ইডি অফিসে ফের ডাক পড়ল মানিক ভট্টাচার্যের

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি যুক্ত হতেই বদলে গিয়েছে প্রেক্ষাপট। গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।এবার অপসারিত প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) ফের তলব করল ইডি (ED)। আগামী সপ্তাহেই সমস্ত তথ্য নিয়ে তাঁকে ইডি-র দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকের টেট দুর্নীতি মামলায় অভিযুক্ত তিনি।

প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে গত কয়েক মাস ধরে। ইতিমধ্যেই কয়েকশো শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। দুর্নীতির মূল খুঁজতে সিবিআই তদন্তও চলছে। তাতে বারেবারেই নাম এসেছে মানিক ভট্টাচার্যর। তাই তাঁকে বারবার জিজ্ঞাসাবাদ করে দুর্নীতির শিকড় খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা।

গত মাসের ২৭ তারিখেও ইডি তলব করেছিল তাঁকে। চলেছিল ১৪ ঘণ্টার ম্যারাথন জেরা। সেদিন সিজিও কমপ্লেক্সে উপস্থিত ছিলেন মানিকের আইনজীবীও। মানিকের রেকর্ড করা বয়ান দিল্লিতে পাঠানো হবে বলে জানিয়েছিলেন অফিসাররা। জানা গিয়েছিল, সেখান থেকে সবুজ সঙ্কেত মিললে ফের ডাকা হতে পারে মানিককে। মনে করা হচ্ছে, তেমনই কোনও সংকেত এসেছে। তাই ফের তলব মানিককে।

মানিক ভট্টাচার্যকে এর আগেও সিবিআই জেরা করেছিল। যাদবপুরের তাঁর দুটি ফ্ল্যাটে তল্লাশিও চালিয়েছিল সিবিআই। আদালতের নির্দেশেই প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির পদ থেকে সরানো হয়েছিল তাঁকে। জানা গিয়েছিল, পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়ি থেকে ২০১২ সালের টেট পরীক্ষার প্যানেল মিলেছে। তারপরই ডেকে পাঠানো হয়েছিল মানিককে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 5 =