রাজ্যপালের অনুষ্ঠানস্থলের কাছে মিলল চুরি যাওয়া ট্যাক্সি

রাজ্যপাল সি ভি আনন্দ বোসের অনুষ্ঠান স্থলের কাছেই উদ্ধার হল এক ট্যাক্সি। শনিবার ঘটনাটি ঘটে কলকাতার আনন্দপুর এলাকায়। এই ট্যাক্সিটি নজরে আসার পরই তার মালিক কে তা খোঁজার চেষ্টা চাসানো হয় কলকাতা পুল্শের তরফ থেকে। কিছু পরই খোঁজও মেলে মালিকে, এমনটাই কলকাতা পুলিশ সূত্রে খবর।

প্রসঙ্গত, শনিবার আনন্দপুর এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা ছিল রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। আর সেই কারণেই বিশেষ নিরাপত্তার কারণে আনন্দপুর এলাকায় নজরদারি বাড়ায় পুলিশ৷ রাস্তায় শুরুও হয় টহলদারি। আর এই টহলদারি চলাকালীন নো-পার্কিং জোনে একটি ট্যাক্সি দাঁড়িয়ে থাকতে দেখেন কর্তব্যরত ট্রাফিক পুলিশের সার্জেন্টরা। খোঁজ হয় ট্যাক্সি চালকের৷ খোঁজ না মেলায় ট্যাক্সির নম্বরের সূত্র ধরে ট্যাক্স মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়৷ আর তখনই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য৷ ট্যাক্সির মালিক জানান, প্রায় দু’ মাস আগে তাঁর ওই ট্যাক্সিটি চুরি হয়ে যায়৷ ট্যাক্সি চুরি হয়ে যাওয়ার পর তিলজলা থানায় অভিযোগও দায়ের করেন তিনি৷ কিন্তু ট্যাক্সির খোঁজ মেলেনি৷এদিকে এই চুরি হয়ে যাওয়া সেই ট্যাক্সি কী ভাবে রাজ্যপালের অনুষ্ঠানস্থলের কাছে পৌঁছল আর এই ট্যাক্সটি কে বা কারা কী উদ্দেশ্যে ওখানে রেখে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ। কলকাতা পুলিশ সূত্রে এও জানানো হয়েছে, এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে৷ এদিকে উদ্ধার হওয়া ট্যাক্সিটিকে তিলজলা থানার হাতে তুলে দেওয়া হয়েছে৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − fourteen =