কলকাতা : ভারতে অভিযান নিয়ে বাংলাদেশিদের তথাকথিত হুঁশিয়ারির প্রতিক্রিয়ায় তাচ্ছিল্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
বুধবার এক্সবার্তায় তথাগতবাবু লিখেছেন, “কলকাতা দখল, সেভেন সিস্টার্স দখল, চিকেন’স নেক বিচ্ছিন্ন করা, বিছানার চাদর পোড়ান, কত ভাঁড়ামিই না দেখাবে বাংলাদেশী কামাছা (কাঠমোল্লা-মাদ্রাসা ছাপ সম্প্রদায়) !
এইজন্যই বলা হয়, লক্ষ লক্ষ সাইকেল রিকশা চড়ে, গেঞ্জি-লুঙ্গি পরে ভারত আক্রমণ করতে আসছে কামাছা দস্যুরা!
আর চিকেন’স নেক? একদিকে বাংলাদেশ, অন্যদিকে নেপাল! দুই দুর্ধর্ষ দেশ! কিন্তু কাঙলাদের খেয়াল নেই নিজের দেশের ফেনীর চিকেন’স নেক ! যার একদিকে ভারত, অন্যদিকে সমুদ্র!”