টার্গেট ৩০০! চেন্নাইতেই স্বপ্নপূরণ চান জাডেজা

কেরিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরিটা হতেই পারত। প্রথম দিন আরও কিছুক্ষণ খেলা হলে, হয়তো হয়েই যেত। দ্বিতীয় দিনও প্রথম সেশনে ব্যাটিং যে সমস্যার হবে, এমন ধারনা ছিলই। সেটাই হল। অল্পের জন্য সেঞ্চুরি মিস। তবে রবীন্দ্র জাডেজার সামনে আরও বড় মাইলফলক অপেক্ষা করছে। টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের ক্লাবে ঢোকা এখন শুধুই যেন সময়ের অপেক্ষা। প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করেছেন। চেন্নাই টেস্টের আগে অবধি ২৯৪ উইকেট ছিল রবীন্দ্র জাডেজার। প্রথম ইনিংসে ২ উইকেট নিয়েছেন। আর চাই চার উইকেট। চেন্নাই পিচের যা পরিস্থিতি তাতে চতুর্থ ইনিংসে চার উইকেট অসম্ভব নয়। সেটাই চাইছেন রবীন্দ্র জাডেজা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দীর্ঘ সময় ধরে চেন্নাই সুপার কিংসে খেলছেন রবীন্দ্র জাডেজা। তাঁর কাছে চিপকও হোম গ্রাউন্ড। মহেন্দ্র সিং ধোনিকে যেমন ‘থালা’ ডাকা হয়, তেমনই গত মরসুমে রবীন্দ্র জাডেজাকে থালাপতি (সেনাপতি) আখ্যা দিয়েছে চেন্নাই সুপার কিংস। এই মাঠে কেরিয়ারের মাইলফলকে পৌঁছতে পারলে বাড়তি উচ্ছ্বাস থাকবে। দ্বিতীয় দিনের খেলা শেষে রবীন্দ্র জাডেজা সম্প্রচারকারী চ্যানেলে বলেন, ‘এই মাঠে ৩০০ উইকেটের মাইলফলকে পৌঁছতে পারলে সত্যিই খুব ভালো লাগবে। তবে আমাদের আপাতত টার্গেট বোর্ডে আরও রান যোগ করা। এখান থেকে আরও অন্তত ১২০ রান তোলা প্রয়োজন। এরপর টার্গেট থাকবে দ্রুত ম্যাচ জেতা।’

সেঞ্চুরি মিস নিয়ে কতটা আক্ষেপ! রবি শাস্ত্রীর প্রশ্নে জাড্ডু বলেন, ‘সেঞ্চুরি মিস খেলার অংশ। দ্বিতীয় ইনিংসে আমাদের আরও ভালো ব্যাটিং করতে হবে। বোলিং নিয়ে খুশি। আজ ১৭ উইকেট পড়েছে। তবে ব্যাটারদের জন্য এখনও ভালো পিচ। পেসারদের জন্যও সুবিধা রয়েছে। পেসাররা ভালো লাইন লেন্থ ধরে রাখতে পারলে উইকেট পাবেই।’

ভারতকে চেন্নাই টেস্টে চালকের আসনে থাকতে সাহায্য করেছে রবীন্দ্র জাডেজা এবং রবিচন্দ্রন অশ্বিন জুটিই। প্রথম দিনের শেষে ১৯৫ রানে অবিচ্ছিন্ন ছিল জুটি। অবশেষে জুটি ভাঙে ১৯৯ রানে। অশ্বিন আগের দিন বলেছিলেন, তাঁর সেঞ্চুরিতে সহযোগিতা করেছেন জাডেজা। সেই নিয়েই মজায় মাতলেন বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার। জাডেজা বলছেন, ‘অশ্বিনের কোনও পরামর্শের প্রয়োজন পড়ে না। আমি ওকে কোনও পরামর্শও দিইনি। তবে ওকে বলেছিলাম, তোমাকে বেশি দৌড় করাবো না। প্রচণ্ড গরম, বেশি রানের (তিন রান) জন্য যাতে ভুলবোঝাবুঝি না হয় সেটায় নজর ছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 3 =