আত্মঘাতী মানবোমার হামলায় খুন হলেন প্রথম সারির তালিবান নেতা। বৃহস্পতিবার সকালে আফিগানিস্তানের বলখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফের গভর্নর হাউসে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে প্ৰাণ গিয়েছে মহম্মদ দাউদ মুজাম্মেল নামের তালিবান নেতার। জানা গিয়েছে, কাবুলে তালিবান শীর্ষনেতৃত্বের সঙ্গে বৈঠকের পরে বুধবার রাতেই মাজার-ই-শরিফে ফিরেছিলেন দাউদ।
বল্খ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফের গভর্নর হাউসে এই বিস্ফোরণ ঘটে বলে প্রাদেশিক পুলিশ আধিকারিক ওয়াজির আসিফের দাবি। এই আত্মঘাতী হামলার নেপথ্যে পশ্চিম এশিয়ার জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর আফগান শাখা আইএস-খোরাসান (আইএস-কে) রয়েছে বলে মনে করছে তালিবান শাসকগোষ্ঠী।