কলকাতা : আর জি কর হাসপাতালের মহিলা পিজিটি’র রহস্যমৃত্যুর ঘটনায় খুনের মামলা দায়ের করে সিবিআই শনিবার রাতে সংশ্লিষ্ট টালা থানার অফিসার ইন চার্জ অভিজিৎ মন্ডল ও প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে। রবিবার অভিযুক্ত দুজনকেই আদালতে পেশ করা হয়েছে। তাদের প্রাথমিকভাবে আরও জেরা করার জন্য ওই মামলায় প্রয়োজন রয়েছে।
এই মর্মে ১৪ দিনের জন্য হেফাজতে নিতে চেয়ে আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শিয়ালদা কোর্টে তাদের পেশ করা হয়েছে। এদিকে, বিচারপতি তাদের দুজনকে তিনদিনের জন্য অর্থাৎ আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে রেখেই জেরা করার জন্য নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, প্রেসিডেন্সি জেলে রয়েছেন সন্দীপ।
এর আগে সিবিআই হেফাজতে না নিয়ে তাকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। নিজ হেফাজতে নিতে না চাওয়ার ফলে বরং জেল হেফাজতেই রয়েছেন সন্দীপ। প্রথমে তাকে অর্থ তছরূপ ও হিসাব বহির্ভূত মামলায় গ্রেফতার করে সিবিআই। উল্লেখ্য, দ্বিতীয় মামলাটি চিকিৎসক খুনের মামলা। সিবিআইয়ের তদন্ত কারী অফিসার ও প্রতিনিধিরা এরপর উভয়কে কড়া প্রহরাতে নিয়ে যান।