মুখোমুখি গৌতম গম্ভীর ও বিরাট কোহলি ; এ দৃশ্যের কথা মনে আসলেই একাধিক ক্রিকেট প্রেমী ভাবেন, দুই ভারতীয় তারকার নিশ্চিত ভাবে ঝামেলা হচ্ছে। এমনটা ভাবার যথেষ্ট কারণও যে রয়েছে। গৌতম ও বিরাট দু’জনই অনেক ম্যাচে ভারতের জার্সিতে একসঙ্গে খেলেছেন। কিন্তু অতীতে বহুবার তাঁদের উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়েছে। গত বছরের আইপিএলের সময় তো গম্ভীর-কোহলি বিবাদ হট টপিক হয়ে গিয়েছিল। অবশ্য সময় বদলেছে। বদলে গিয়েছেন গৌতম, বিরাটও। এখন তাঁরা এক টিমে। তাঁদের ঠিকানা ভারতীয় ক্রিকেট টিম। আর সেখানে কোচ গম্ভীর। আর বিরাট দলের গুরুত্বপূর্ণ সদস্য। গৌতম ভারতের হেড কোচ হওয়ার পর অনেকের মনে হয়েছিল, তাঁর সঙ্গে কোহলির ঝামেলা বাঁধবেই। এ বার বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বোর্ডের পক্ষ থেকে বিরাট ও গৌতমকে মুখোমুখি বসিয়ে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে তাঁরা দু’জন খোলামনে আড্ডায়, খুনসুটিতে মেতেছিলেন। দিয়েছেন একাধিক প্রশ্নের উত্তরও।
বিরাট ও গৌতম মাঠে আগ্রাসনের অন্যতম উদাহরণ বলা চলে। এই দুই কিংবদন্তির কথোপকথনের যে ভিডিয়ো বোর্ড শেয়ার করেছে সেখানে তাঁরা যা নিয়ে আলোচনা করেছেন, তাঁর একটা অংশ নিম্নে বর্ননা করা হল ;
বিরাট, যখন তুমি ব্যাটিং করতে এবং প্রতিপক্ষদের সঙ্গে মাঝে মাঝে কথা কাটাকাটি হত, সেই সময় তোমার খেলায় কি তার প্রভাব পড়ত? নাকি ওই পরিস্থিতিতে তুমি আরও তেতে উঠতে?
গৌতম, (হেসে বলেন) আমার থেকে এই পরিস্থিতিতে বেশি তুমি পড়েছো। ঝগড়া বেশি হয়েছে তোমার। ফলে আমার মনে হয় এর উত্তরটা বেশি ভালো তুমি দিতে পারবে।
বিরাট, (হাসতে হাসতে বলেন) আমি এমন কাউকে খুঁজছিলাম যে আমার হ্যাঁ তে হ্যাঁ মেলাক। আমি এটা বলছি না যে মাঠে মেজাজ হারানো খারাপ। কিন্তু এমন কাউকে চাইছিলাম যে অন্তত বলে, হ্যাঁ এমনটাই হয়।
বিরাট, তা হলে আমরা চলে এসেছি, এ বার সমস্ত মশালা শেষ হবে।
গৌতম, (হেসে বলেন) হ্যাঁ কথোপকথন শুরু হওয়ার জন্য এর থেকে ভালো কিছু হয় না। সত্যি অনেক মশালা রয়েছে।