‘সাত বছর পর সে আবার ফিরে এসেছে।’ ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। আর এদিনই দ্বিতীয়বার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর দিলেন আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। নিয়মিত পরীক্ষার মধ্যেই ছিলেন তিনি। তারপরেও পুরোপুরি রোগমুক্তি ঘটল না তাহিরার। প্রায় ৭ বছর পর ফের একবার ক্যানসারে আক্রান্ত হয়ে নেটপাড়ায় একটি পোস্ট ভাগ করে নিয়েছেন তিনি।
সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘আমি দ্বিতীয়বার ক্যানসারে আক্রান্ত। গত সাত বছর ধরে নিয়মিত পরীক্ষার মধ্যে ছিলাম। তারপরেও রোগ ফিরে এসেছে। আমি তার অস্তিত্ব টের পাচ্ছি। আমিও আবার লড়াই করব।’এ বারেও স্ত্রীকে পাশে থাকার আশ্বাস দিয়েছেন আয়ুষ্মান। কমেন্ট বক্সে আয়ুষ্মান লিখেছেন, ‘দ্বিতীয় বারেও তোমার পাশে আছি।’ প্রথম যখন কর্কট রোগ বাসা বেঁধেছিল তাঁর শরীরে, প্রত্যেক ধাপের অভিজ্ঞতা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি।
তাহিরা লিখেছেন , ‘জীবন যখন আপনাকে লেবু ছুড়ে মারবে, তখন লেমোনেড বানিয়ে খেয়ে নিন। তবে উদারতা দেখানোর পর জীবন যখন দ্বিতীয়বার আপনাকে অনভিপ্রেত অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করায়, তখন আর লেমোনেড নয়, খুব শান্তভাবে সেই লেবু কালা খাট্টায় মিশিয়ে পান করে নিন। এবং খুব ইতিবাচক মনোভাব নিয়ে চুমুক দিন।’