Tag Archives: zubeen garg

জুবিন গর্গের মৃত্যুর তদন্তকারী বিশেষ দল গ্রেপ্তার করল ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে

বিখ্যাত অসমীয়া গায়ক জুবিন গর্গের (Zubeen Garg) মৃত্যুর তদন্তকারী বিশেষ তদন্ত দল (SIT) গ্রেপ্তার করল জুবিনের টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে। সিঙ্গাপুরে বিতর্কিত ইয়ট ভ্রমণের সময় জুবিনের সঙ্গে উপস্থিত ছিলেন শেখর জ্যোতি গোস্বামী। গোস্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে । জানা গিয়েছে,বছরখানেকর ধরেই জুবিনের সঙ্গে কাজ করছেন শেখরজ্যোতি। অভিযোগ, তাঁর আমন্ত্রণেই জলে নেমেছিলেন জুবিন। এদিন নর্থ-ইস্ট […]