মহেশ্বর চক্রবর্তী হুগলি জেলার শেষ সীমায় অবস্থিত আরামবাগের একটি প্রত্যন্ত অঞ্চল হল বাতানল। ১১৫ বছর ধরে চিত্রগুপ্তর পুজো করে আসছেন এই অঞ্চলের কায়স্থপাড়ায় প্রায় ১৮টি পরিবার। এ বছরও তার ব্যতিক্রম হল না। রীতি মেনে হল যমের হিসাবরক্ষক তথা ঠাকুর চিত্রগুপ্তের পুজো। জানা গিয়েছে, এই বাতানল অঞ্চলের বাসিন্দা ভূপালচন্দ্র সরকার পাড়ায় চিত্রগুপ্ত পুজোর আয়োজন করেন বিংশ […]