নিয়োগ দুর্নীতির তদন্তে কুন্তল ঘোষের মুখে এবার এক নতুন নাম। বৃহস্পতিবার আলিপুর আদালত থেকে বের হওয়ার সময় কুন্তলের মুখে শোনাা যায় গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম। নিয়োগ দুর্নীতির অভিযোগে একের পর এক নাম উঠে আসছে। তাপস মণ্ডল, কুন্তল ঘোষ, গোপাল দলপতি একের পর এক নাম সামনে এসেছে। এবার সেই তালিকায় যওগ […]