নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: প্রাচীন রীতি মেনে পাটকাঠির মশাল জ্বালিয়ে পূর্ব বর্ধমানের কাটোয়ার বোলতলা কালীর বিসর্জন হল মহা ধুমধামে। কাটোয়া থানার মুস্থূলি গ্রামের কালী ‘মেজঠাকরুন’ নামে পরিচিত। মুস্থূলি গ্রামের এই কালী আবার এলাকায় ‘বোলতলা’ কালী নামেও খ্যাত। বোলতলা কালীমায়ের পুজো প্রায় ৩০০ বছরের পুরনো। শোনা যায় সেই সময় এক তান্ত্রিক বকুল গাছের তলায় ছোট মূর্তি […]