ভারতবাসীর নজর এখন চন্দ্রযান-৩-এর দিকেই। আর এই চন্দ্রযান ৩ নিয়ে এবার মুখ খুলতে দেখা গেল প্রাক্তন ইসরো প্রধানকে। এই প্রসঙ্গে তিনি জানান, চন্দ্রযান-৩ মহাকাশযানের ল্যান্ডার ‘বিক্রম’-এর ডিবুস্টিং কৌশল শুরু হলে, ল্যান্ডারটি ‘স্বয়ংক্রিয় মোডে’ থাকবে। ডেটার উপর ভিত্তি করে এবং নিজস্ব বুদ্ধিমত্তার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে যে কীভাবে এর কাজগুলি সম্পাদন করতে হবে। এক্ষেত্রে সেন্সর এবং অন্যান্য […]