মহেশ্বর চক্রবর্তী নব্যপ্রস্তর যুগ থেকেই পাথরের পর মাটির বাসনপত্র তৈরি করতে শেখে মানুষ। মানব সভ্যতা ধীরে ধীরে উন্নত হয়। তবে মাটির অন্যান্য পাত্রের সঙ্গে কলসি ও জালার চাহিদা ঠিক রয়েই গিয়েছে। আজও আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে ট্যাপ যুক্ত মাটির জালার চাহিদা তুঙ্গে। গ্রীষ্মকাল এলেই মাটি কলসি ও জালার চাহিদা বাড়ে। গরমের প্রভাব যত বাড়ছে ততই […]