নিজস্ব প্রতিবেদন, কোন্নগর: আট বছরের শ্রেয়াংশু শর্মাকে নৃশংস ভাবে খুনের অভিযোগ। হুগলির কোন্নগরের আট বছরের শ্রেয়াংশু শর্মাকে যেভাবে খুন করা হয়েছে, তা দেখে শিউরে উঠছেন দুঁদে কর্তারাও। পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে, আট বছরের শ্রেয়াংশুকে প্রথমে ইট দিয়ে মাথার পিছনে আঘাত করা হয়। কিন্তু তাতেও ক্ষ্যান্ত হয়নি খুনি। ঘরের টেবিলে রাখা ছিল ফল বা সবজি […]

