Tag Archives: shilpa shetty

এবছর বাপ্পা আসছেন না শিল্পার বাড়িতে, আবেগঘন নোট লিখলেন অভিনেত্রী!

এবছর বাপ্পার আরাধনা হচেছ না শিল্পা শেট্টির (Shilpa Shetty) বাড়িতে। প্রতিবছরই ধুমধাম করে পুজো হত অভিনেত্রীর বাড়িতে। মারাঠি স্টাইলে শাড়ি পড়ে স্বাগত জানাতেন বাপ্পাকে। কিন্তু এবছর বাপ্পা আসছেন না তাঁর বাড়ি। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট লিখে জানান, কুন্দ্রা পরিবার বেশ কিছু কারণের জন্য শোকের মধ্যে যাচেছ। তিনি লেখেন, প্রিয় বন্ধুরা, মনে অনেক দুঃখ […]