নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: ‘এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। সকাল বেলায় ঘাসের আগায় শিশিরেরে রেখা ধরে…।’ বিশ্বকবির সেই ছন্দের মতো বাংলাজুড়ে শীতের হিমেল হাওয়া শুরু হতেই, লক্ষ্মীলাভের আশায় সক্রিয় পূর্বস্থলীর ফুলের চারা বিক্রেতারা। কোমর বেঁধে তাঁরা নেমে পড়েছেন এলাকার মরশুমী ফুলের চারা বিক্রি করতে। আর তার ফল পাচ্ছেন হাতেনাতে। ট্রেনপথে দূর দূরান্তে চারা […]