কলকাতা: ঝাঁ চকচকে রাস্তা, আকাশ ছোঁওয়া বিল্ডিং, আর এর পাশেই যদি ফলে থাকে আম, কাঁঠাল, লিচু, আঁশফল তবে কেমন হবে? ভাবছেন, এতো আগেকার দিনে বড়লোকেদের বাগানবাড়িতে দেখা যেত? শহরে যখন দূরবীণ দিয়ে সবুজ খুঁজতে হয়, তখন সেখানে আম-কাঁঠাল? তবে এমনটা যে অদূর ভবিষ্যতে শহরবাসী দেখবেন না, এমনটা কিন্তু আর জোর দিয়ে বলা যাচ্ছে না।কারণ, গাছের […]