শুক্রবার স্বাধীনতা দিবসের রাতে প্রয়াত হলেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলির (Rupa Ganguly) মা। সমাজমাধ্যমে সে কথা জানিয়ে রূপা লেখেন, মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে। খবর, দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়ছিলেন রূপা গাঙ্গুলির মা যুথিকা গাঙ্গুলি। শুক্রবার সেই যুদ্ধ শেষ করে পরলোকে গমন করেন যুথিকা দেবী। শুক্রবার রাতেই অভিনেত্রীর মায়ের শেষকৃত্য সম্পন্ন […]

