নিউ দিল্লি: গুজরাত আর হিমাচল প্রদেশের সঙ্গে আরও ৫টি রাজ্যের ৬ টি কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হচ্ছে বৃহস্পতিবারই। এক নজরে দেখে নেওয়া যাক বর্তমান স্থিতি। উত্তর প্রদেশের উপনির্বাচন: উত্তর প্রদেশে ১ টি লোকসভা আসন ও ২ টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোট গণনা চলছে। মইনপুরী লোকসভা কেন্দ্রে সপার প্রার্থী হয়েছিলেন অখিলেশ পত্নী ডিম্পল যাদব। […]