ফের একসঙ্গে রাশ্মিকা (Rashmika Mandana) ও বিজয় (Vijay Devarkonda)। শোনা যাচ্ছে, রাহুল সনকৃতিয়ানের ছবিতে একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন দক্ষিণের রাশ্মিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। শেষ তাঁরা কাজ করেছিলেন ডিয়ার কমরেড সিনেমা, তার আগে ২০১৮ সালে ‘গীত গোবিন্দম’-এ। দু’জনের কেমিস্ট্রি রিয়েল লাইফ আছে কিনা তা নিয়ে চর্চা থাকলেও, রিল লাইফে এই জুটি সেরা তা আর বলার […]

