মহেশ্বর চক্রবর্তী শ্যামবল্লভপুরের রাস উৎসব। হুগলি জেলার গোঘাটের এই জনপদটি প্রায় ৩০০ থেকে ৪০০ বছরের প্রাচীন। প্রাচীনকালে জলপথের মাধ্যমে যখন যোগাযোগ ব্যবস্থা ছিল তখন থেকেই এই জনপদে রাস উৎসবের প্রচলন হয়। কিন্তু কিভাবে এবং কার হাত ধরে এই রাস উৎসবের প্রচলন হয় তা এখনও সঠিক ভাবে জানা যায়নি। তবে প্রাচীন এই জনপদে এখনও রীতি মেনে […]