চলতি বছরেই প্রয়াত হয়েছে পরিচালক অয়ন মুখার্জির (Ayan Mukherjee) বাবা জয় মুখার্জি। কিন্তু, দুর্গাপুজোর আবহে মন খারাপ সরিয়ে পুজো মণ্ডপে দেখা গেল মুখার্জি ভাই-বোনদের। একে অপরকে জড়িয়ে ধরে মনের কষ্ট হালকাও করলেন তাঁরা। পাপারাজ্জিদের ক্যামেরাও ধরা পড়েছে সেই ভিডিও। প্রতিবছরই কাজল (Kajal), রানি (Rani), অয়ন মুখোপাধ্যায়-সহ পরিবারের বিভিন্ন প্রজন্মের সদস্যরা মেতে ওঠেন এই পুজোয়। গোল্ডেন […]

