নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: চার পুরুষ আগে আনুমানিক ১৫০ বছর আগে চিন্তামণি দত্তর হাত ধরে বাঁকুড়ায় শুরু হয় দত্ত বাড়ির রাস উৎসব। এই রাজ উৎসবকে কেন্দ্র করে মেতে ওঠে এলাকাবাসী। দত্ত বাড়ির রাসমন্দিরকে কেন্দ্র করে ওই জায়গার নাম হয় রাসতলা। যেটা বাঁকুড়া রাসতলা বলতে এক ডাকে মানুষ চিনে থাকে দত্ত বাড়ির রাস মন্দিরের রাসতলা বলে। এই […]