১০০ টি ছবি করার মাইলস্টোন ছুতে চলেছেন ফিল্ম নির্মাতা প্রিয়দর্শন (Priyadarshan)। এরপরই তিনি ঘোষণা করলেন একটি বড় চমকের। তিনি জানান, তাঁর ১০০ তম সিনেমায় অবশ্যই মোহনলাল (Mohanlal) থাকছেন। আগেই শোনা গিয়েছিল প্রিয়দর্শনের পরবর্তী সিনেমা অক্ষয় কুমার অভিনীত ‘হেওয়ান’ এ থাকতে পারেন দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ী দক্ষিণী তারকা মোহনলাল। সংবাদমাধ্যমের সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি মোহনলালের প্রতি […]

