কলকাতা: সরকারি হাসপাতাল বললেই চোখের সামনে ভাসে স্যাঁতসেতে ঘর। অসংখ্য রোগী। অপরিচ্ছন্ন শৌচাগার। ঘরে বেড়াল ঘুরে বেড়াচ্ছে। তবে বর্তমানে চিকিৎসা পরিষেবা যেমন উন্নত হচ্ছে, তেমনই পরিচ্ছন্নতাতেও নজর দেওয়া হচ্ছে। কলকাতা মেডিক্যাল কলেজ, এ শহরের অন্যতম নামী সরকারি হাসপাতালে এবার প্রাইভেট কেবিন তৈরি হতে চলেছে। যা হবে যে কোনও বেসরকারি নামী হাসপাতালের সমতূল্য। সরকারি হাসপাতালগুলিতেও প্রাইভেট […]