পয়লা বৈশাখ মানে ঠা ঠা রোদ যতই হোক, বাংলার নতুন বছরের প্রথম দিন। দিনের শুরুটা এদিন মন্দিরে পুজো দিয়েই করেন বহু মানুষ। বিকেলে হাল খাতা করতে যাওয়ার চল বহু পুরনো। তবে এরই মধ্যে নববর্ষের সেলিব্রেশনে ঢুকে পড়েছে নামী-দামি রেস্তোরাঁও। আগে নববর্ষে বাড়িতেই কবজি ডুবিয়ে মাছ, মাংস, দই, মিষ্টি খাওয়া হত। কিন্তু এখন নিউক্লিয়ার পরিবারে এত […]