নিজস্ব প্রতিবেদন, পুরুলিয়া: বোর্ড গঠনের মুহূর্তে বিভিন্ন দল থেকে শাসকদলে চলছে যোগদানের হিড়িক। কখনও কুড়মি সমাজের সমর্থনে নির্দল থেকে জয়ী প্রার্থী কখনওবা বিজেপি থেকে জয়ী প্রার্থীরা যোগ দিচ্ছেন ঘাসফুল শিবিরে। যদিও বাগমুন্ডি ব্লকের সুইসা তুন্তুড়ি গ্রাম পঞ্চায়েতের আটনা থেকে কুড়মি সমাজ সমর্থিত নির্দলের জয়ী গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদানের তিনদিন পর পুনরায় কুড়মি সমাজে ফিরে […]

