সুখবর দিলেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। দুই থেকে তিন হচ্ছেন তাঁরা। সোমবার ইন্সটাগ্রাম হ্যান্ডেলে জানালেন সুখবর। এদিন পরিণীতি একটি কেকের ছবি শেয়ার করেন, তার উপর লেখা ছিল ১+১=৩ সঙ্গে বাচ্চার দুটি পায়ের ছবি। ক্যাপশনে লেখেন, আমাদের ছোট দুনিয়া…আসছে। অভিনেত্রীর খবর শেয়ার করার সঙ্গে সঙ্গেই কমেন্ট সেকশন ভরে যায় শুভেচছা বার্তায়। অনন্যা পান্ডে লেখেন, অনেক শুভেচছা […]

