ওরে গৃহবাসী, খোল দ্বার খোল, লাগল যে দোল… দোল মানেই রংয়ের দিন।বসন্ত মানেই রঙিন হয়ে ওঠা গাছপালা, ফুলে উড়ে বেড়ানো প্রজাপতি। আর রঙে রঙে আকাশ রঙিন হওয়া। এমন দিনে রং না মাখলে কী চলে? কিন্তু রং মানেই যে ক্ষতিকর রাসায়নিকের ভয়। বাবা-মায়ের ভয়, বাজারচলতি রং গায়ে লাগলে বাচ্চার যদি কিছু হয়! সে ভয় অমূলক নয়। […]