বর্ষা আসা মানেই চুলের হাজারও সমস্যা। এই সময় বাতাসে আর্দ্রতা বেশি থাকে। ভ্যাপসা গরমে ঘামে চুলের গোড়া ভিজলেও শুকোতে চায় না। ফলে গোড়া আলগা হয়ে চুল ঝরার সমস্যা বাড়ে, বাড়ে ফাঙ্গাল ইনফেকশনের সমস্যাও। নিষ্প্রাণ হয়ে যাওয়া, চুল ঝরা ছাড়াও কারও আবার এই সময়টাতে দেখা দেয় খুসকিও। রোজকার জীবনে আমরা এমন কিছু করে ফেলি, যাতে চুলের […]