শুধু দেশে নয়, বিদেশের মাটিতেও ভালো ব্যবসা করছে মোহিত সুরির ‘সাইয়ারা’। ভারতের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক স্তরেও টাকা কামাচেছ সাইয়ারা। উল্লেখ্য, যশরাজ ব্যনারের নীচে তৈরি হওয়া ‘সাইয়ার’মুক্তি পেয়েছিল ১৮ এপ্রিল। মিউজিক্যাল রোমান্টিক এই ছবি নেদারল্যান্ডেও হাউসফুল যাচেছ। জানা গিয়েছে, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রায় ২৬.৭ হাজার ইউরোর ব্যবসা করে ফেলেছে সাইয়ারা। তৃতীয় সপ্তাহে প্রায় ৬১.২ […]

