কলকাতা: শুক্রবার রাতেই এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছি আমরা। ঝাঁকে ঝাঁকে ছুটে আসবে ধূমকেতুর টুকরো। বায়ুমণ্ডলের সঙ্গে ঘষাঘষি লেগে রাতেই জ্বলে উঠবে দপ করে। আগুলে ফুলকি আতসবাজির মতো আকাশজুড়ে ছড়িয়ে পড়বে। সেই অসাধারাণ দৃশ্যই এবার দেখার সুযোগ মিলবে। ২৭০০ বছর ধরে পৃথিবীর আকাশে আলোর রোশনাই ছড়িয়ে দিয়ে যায় লিরিড। এ বছরেও শুক্রবার রাত থেকেই […]