নিজস্ব প্রতিবেদন, বুদবুদ: বুদবুদের কোটা গ্রামের ভট্টাচার্য পরিবারের কালীপুজো এবার ৩২২ বছরে পদার্পণ করল। ভট্টাচার্য পরিবারের দেবী কালী এখানে ‘বড়মা কালী’ নামেই পরিচিত। দেবী কালীর উচ্চতা এখানে প্রায় ২২ ফুট। নিজের হাতেই মা কালীর মূর্তি তৈরি করেন ৮৪ বছরের বৃদ্ধ। পরিবারের সপ্তম পুরুষ নির্মলেন্দু ভট্টাচার্য মাচা তৈরি করে তার ওপর উঠে নিজেই মূর্তি তৈরি করে […]