Tag Archives: Krishanu Gram

চন্দ্রযান ৩-র সাফল্যে গর্বিত রোভারের মুভমেন্টের দায়িত্বে থাকা কৃশানুর গ্রাম

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে চন্দ্রযান ৩। সেখান থেকে বেরিয়ে এসে পরিকল্পনা মাফিক কাজ শুরু করেছে রোভার প্রজ্ঞান। চাঁদ থেকে তিন লক্ষ কিলোমিটার দূরে ইসরোয় বসে এই প্রজ্ঞানকে পরিচালনা করার দায়িত্ব যে বিজ্ঞানী দলের কাঁধে, তাঁদেরই অন্যতম কৃশানু নন্দী। বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের প্রত্যন্ত ডান্না গ্রামের কৃশাণুর এই সাফল্যে খুশি পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, […]