নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: মারাঠা সম্রাট ভাস্কর পণ্ডিতের দেওয়া খড়গ আজও কালীর পাশে পূজিত হয় সোনামুখীতে, তিনিই কালীর নামকরণ করেছেন ‘মা-ই- তো কালী’। জেলার কালীক্ষেত্র হিসেবে পরিচিত বাঁকুড়ার প্রাচীন পুরশহর সোনামুখী। এখানে ছোট-বড় মিলিয়ে প্রায় আড়াইশো কালীপুজো হয়। এখানকার প্রাচীন কালীপুজোগুলিকে নিয়ে নানান লোককথা প্রচলিত আছে। সেগুলির মধ্যে অন্যতম ‘মা-ই-তো কালী’। এখানে দূর দূরান্ত থেকে অসংখ্য […]