স্বামীর মঙ্গল কামনায় করবা চৌথ রাখেন প্রত্যেক অবাঙালি স্ত্রীরা। ব্যতিক্রম নেই এবারও। বলিউড পত্নীরা সাজলেন লাল শাড়িতে। সঙ্গে ভারী গয়না, ফ্যাশনেবল ব্যাগ। অনিল কাপুর পত্নী সুনিতা কাপুর প্রত্যেক বছর আয়োজন করেন করবা চৌথ উদযাপন। সেখানেই আমন্ত্রিত থাকেন বলি পত্নীরা। এবছরও তার অন্যথা হয়নি। হাজির হলেন শাহিদ পত্নী মীরা কাপুর (Meera Kapoor), রবিনা টন্ডন (Raveena Tandon), […]

