নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: দুয়ারে কন্যাশ্রীর ছাত্রীরা নিল অভিনব উদ্যোগ। সাপ এবং মশার উপদ্রবের হাত থেকে বাঁচতে কন্যাশ্রী প্রকল্পের টাকা দিয়ে ব্লিচিং পাউডার ও চুন কিনে গ্রামের ঝোপেঝাড়ে ছড়াল ওই ছাত্রীরা। বর্ষাকালে বৃষ্টির জলে বাড়ির আশপাশ, বন জঙ্গল এবং পরিত্যাক্ত জায়গা ভরে যায় আগাছা ঘন জঙ্গলের কারণে। এই সময় গ্রামাঞ্চলে সাপের উপদ্রব বেশি দেখা যায় এবং […]