ঝাড়গ্রাম শহরের অদূরে ৫০০ বছরের পুরনো চিল্কিগড়ের কনক দুর্গা মন্দিরের পুজোয় দেবীকে এক অন্য ধরনের ভোগ নিবেদন করা হয়। দেবী পুজোর শুরুতেই দিব্য ভোগের উপকরণ হিসেবে হাঁসের ডিম যোগ করা হয়। এই দুর্গাপুজো চিল্কিগড়ের কনক দুর্গা মন্দিরে হয়ে থাকে। যার সূচনা হয়েছিল ১৭৪৯ সালে। দুলুং নদীর তীরে অবস্থিত চিল্কিগড়ের রাজা, গোপীনাথ সিং স্বপ্নে চামুন্ডা দর্শন […]