এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির চার্জশিটে নাম রয়েছে কানাই মণ্ডল নামে এক জনৈকের। আর এখানেই ঘনিয়েছে রহস্য। নিয়োগ মামলায় যে চার্জশিট দিয়েছে ইডি তার ৩১ নম্বর পাতাতে এজেন্ট তালিকায় নাম রয়েছে এই কানাই মণ্ডলের। সঙ্গে এও লেখা কানাই মণ্ডল, এমএলএ, এমএসডি। অভিযোগ, কুন্তলের এজেন্ট ছিলেন এই কানাই মণ্ডল। ইডি কুন্তল ঘোষের বিরুদ্ধে যে ১০৪ পাতার চার্জশিট […]