ফের বেআইনি অস্ত্র ভাণ্ডারের হদিশ মিলল বিহারের বৈশালীতে। আর এই অস্ত্র ভাণ্ডারের হদিশ পেলেন কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। কলকাতা পুলিশের এসটিএফের তরফ থেকে জানানো হয়েছে, ইটভাটার আড়ালে চলছিল ওই কারখানাটি। আর কারখানা থেকে উদ্ধার হয় প্রচুর অসমাপ্ত পিস্তল ও পিস্তলের যন্ত্রাংশ। ‘মুঙ্গেরি’ পিস্তল তৈরির অভিযোগে পাঁচজন মুঙ্গেরের মিস্ত্রিকে গ্রেপ্তারও করেছন এসএটিএফের আধিকারিকেরা। ধৃতদের মধ্যে […]

