মহেশ্বর চক্রবর্তী বাঁচানো গেল না হুগলি জেলার স্বাধীনতা আন্দোলনের পীঠস্থানকে। গান্ধিজি, চিত্তরঞ্জন দাশ, নজরুল ইসলামের মতো একের পর এক মহীয়সীর পা পরেছে হুগলির বিদ্যামন্দির ভবনে। আজ সেই ভবনই ইতিহাস। প্রমোটারদের কবলে বিপ্লবীদের আস্তানা। দেশপ্রেমিকদের স্মৃতি চিহ্ন মাটির সঙ্গে মিশে যাচ্ছে অথচ স্বাধীন দেশের প্রশাসন চুপ। চোখ বুঝে রয়েছে। তাকে সংরক্ষণ করা বা সংস্কার করার কোনও […]