বিভাস অধিকারীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের তল্লাশি নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন বিভাসের দাবি, তিনি নিজেই নাকি ইডি-র কাছে আর্জি জানিয়েছিলেন কেন্দ্রীয় সংস্থার কাছে। এরপরই মঙ্গলবার দুপুরে কলকাতায় তাঁর ফ্ল্যাটে প্রবেশ করে ইডি-র একটি টিম।দীর্ঘক্ষণ বিভাসকে নিয়েই চলে তল্লাশি। এরপর বিভাস জানান, ‘আমার আশ্রমের নামে থাকা ফ্ল্যাট সিল করে দেওয়া হয়েছিল, সেটা খোলার আর্জি জানিয়েছিলাম […]