ভুয়ো শিক্ষক কাণ্ডে রাজ্য গোয়ন্দা দপ্তরের হাতে গ্রেপ্তার অবসরপ্রাপ্ত ডিআই-সহ তিনজন। মুর্শিদাবাদের গোথা এ আর হাইস্কুলের ভুয়ো শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় গ্রেপ্তার করা হয় বলে সিআইডি সূত্রে খবর। ধৃতদের নাম পূরবী বিশ্বাস, অঞ্জনা মজুমদার ও নিত্যগোপাল মাঝি। সিআইডি সূত্রে এও জানানো হয়েছে, পূরবী বিশ্বাস একজন অবসরপ্রাপ্ত ডিআই। বাকি দুইজন ক্লার্ক পদে কর্মরত ছিলেন বলে জানা […]